রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

থেমে নেই মাদক বিক্রি

ফরিদপুর প্রতিনিধি

মানুষ যখন প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে তখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফরিদপুরে চলছে মাদক ব্যবসা। কয়েকদিন আগেও শহরের পাড়া-মহল্লায় মাদক বিক্রি হতো অনেকটা প্রকাশ্যে। এখন প্রকাশ্যে নেই, তবে থেমে নেই মাদক বিক্রেতাদের তৎপরতা। বিভিন্ন কৌশলে তারা মাদক বিক্রি করছে। জানা গেছে, ফরিদপুর শহরে রয়েছে শতাধিক মাদক ব্যবসায়ী। এর মধ্যে কয়েকজন নারীও আছেন। পুলিশের তৎপরতার কারণে মাদক ব্যবসায়ীরা এখন প্রকাশ্যে না থাকলেও মাদকসেবীদের কাছে তারা ঠিকই মাদকদ্রব্য পৌঁছে দিচ্ছে। মাদক ব্যবসায় জড়িত এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন আর মাদকসেবীরা পাড়া-মহল্লায় আসে না মাদক কিনতে। যারা নেশা করে তাদের কাছে আমাদের ফোন নম্বর রয়েছে। কল করলেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয় মাদক। তবে এর জন্য একটু বেশি দাম দিতে হয়।’ তিনি জানান, আগের তুলনায় এখন মাদকের চাহিদা বেশি। কিন্তু চাহিদার তুলনায় তারা মাদক আনতে পারছেন না।

মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশ ও ডিবি পুলিশ কয়েকদিন ধরে সাঁড়াশি অভিযানে নেমেছে। গত ১৫ দিনে ডিবি পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজাসহ অন্য মাদকদ্রব্য জব্দ করেছে। এ সময় আটক করা হয়েছে ২০ জনকে। তার মধ্যে রয়েছেন- বাবু আলম বাচ্চু, সোহেল মিয়া, সেলিম চৌকিদার, আকরাম মোল্লা, উজ্জ্বল মুন্সী, ওলি বেগম, সুমাইয়া বেগম, শান্তা বেগম, সুমসন মাতুব্বর। ডিবি পুলিশের ওসি সুনিল কর্মকার জানান, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ ও ডিবির অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত শুধু তারা নন, মাদকসেবীদেরও ধরা হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর