শিরোনাম
রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অভুক্ত প্রাণীদের খাবার দিচ্ছে ইয়ুথ সোসাইটি

পিরোজপুর প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ রোধে শহরের হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় রাস্তায় থাকা কুকুরগুলো অভুক্ত থাকছে। পিরোজপুর শহরের এ অভুক্ত প্রাণীগুলোকে প্রতি রাতে খাবারের ব্যবস্থা করছে পিরোজপুর ইয়ুথ সোসাইটি নামক যুবকদের একটি সংগঠন। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, এনডিসি মফিজুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক জানান, খাবারের অভাবে শহরের রাস্তায় থাকা কুকুরগুলো হিংস্র আচারণ করেছে। অভুক্ত কুকুরগুলোকে প্রতিদিন খাবার দেওয়ার জন্য পিরোজপুর ইয়ুথ সোসাইটিকে সহযোগিতা করছে জেলা প্রশাসন। পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়কারী হাসিবুল ইসলাম হাসান জানান, করোনাভাইরাসের কারণে মানুষের পাশাপাশি পশুপাখিও বিপদে পড়েছে। শহরের হোটেল-রেস্তোরাঁ না খোলা পর্যন্ত  প্রতিদিন রাতে প্রায় ৬০ থেকে ৭০টি অভুক্ত প্রাণীকে এ খাবার দেওয়া হবে।

সর্বশেষ খবর