রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কর্মহীনদের দুপুরে ভাত খাওয়াচ্ছে তরুণরা

সুনামগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যকর হওয়ার পর থেকে কর্মহীন, অসচ্ছল ও অসহায় মানুষকে একবেলা ভাত খাওয়াচ্ছে সুনামগঞ্জের একদল তরুণ। শহরের পুরনো কোর্ট এলাকায় ‘বিশ্বজন’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে গত এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলছে। সংগঠনটি অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী।  জানা যায়, বিশ্বজনের উদ্যোগে প্রতিদিন দুপুরে শহরের রিকশা, ঠেলা, ভ্যান চালক এবং দিনমজুর ও ভিক্ষুকসহ নিম্ন আয়ের অন্তত দেড়শ মানুষ মাংস-ডাল দিয়ে পেট ভরে দুপুরের ভাত খাওয়ানো হচ্ছে। সংগঠনের উদ্যোক্তারা জানান, করোনাভাইরাসের কারণে বিপাকে থাকা অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর মানবিক তাগিদ থেকে তারা কিছু মানুষকে দুপুরের খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছে। প্রথম চারদিন নিজেদের চাঁদার টাকা দিয়ে খাবার ব্যবস্থা করা হয়। পরের তিন দিন তিনজন ব্যক্তির সহযোগিতা করেছেন। যতদিন পারা যায় দুপুরের খাবার পরিবেশনের এই কর্মসূচি চালু রাখা হবে জানান সংগঠনের উদ্যোক্তারা।

সর্বশেষ খবর