রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অসুস্থদের সেবায় কুইক রেসপন্স টিম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের তরিকুল ইসলাম (২৭)। বুকে ব্যথার জন্য চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন তার। করোনা আতঙ্কের পর তিনি হাসপাতাল বা চেম্বারে যাওয়া বন্ধ করে দেন। বাড়িতে থেকে কল করেন কুইক রেসপন্স টিমের (কিউআরটি) হেল্প ডেস্কে। তার সমস্যা শুনে মোবাইল ফোনেই চিকিৎসা দেন ডাক্তার। এভাবেই ঘরে থাকা মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান, ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করছে ‘কুইক রেসপন্স টিম’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের উদ্যোক্তা গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, এ মুহূর্তে সবাই একটি কথার সঙ্গে পরিচিত, তা হলো হোম কোয়ারেন্টাইন। যারা হোম কোয়ারেন্টাইনে থাকছেন তারাও আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিজনাল রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের পরামর্শ দেওয়া, বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার জন্যই ‘কুইক রেসপন্স টিম’ কাজ করছে। ডাক্তার শারমিন বলেন, এ সময়টাতে কারও শ্বাসকষ্ট, কাশি ও জ্বর হলেই আতঙ্কে থাকেন। ভয়ে অনেকে চলে যান হাসপাতালে। কিন্তু হাসপাতালে সবার যাওয়ার দরকার নেই। তাই আমরা বলছি, আপনি বাসায় থাকেন, সমস্যা হলে আমাদের জানান, আমাদের ডাক্তার সমস্যার কথা শুনে ওষুধ দেবেন।

প্রয়োজন হলে তারাই পরামর্শ দেবেন হাসপাতালে যাওয়ার। এসব কাজ করা হচ্ছে ‘কিউআরটি’ থেকে। এ কাজের সঙ্গে বিভিন্ন বিভাগের আটজন চিকিৎসক যুক্ত আছেন। ডা. রেদোয়ান বলেন, ওই আট চিকিৎসক ২৪ ঘণ্টা পরামর্শ দিচ্ছেন। বিনা পারিশ্রমিকে বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার জন্য তাদের স্বেচ্ছাসেবী রয়েছেন। তারা ফার্মেসি থেকে ওষুধ কিনে রোগীর বাসায় পৌঁছে দেন। শুধু ওষুধের দামটা অসুস্থ ব্যক্তিকে পরিশোধ করতে হয়।

সর্বশেষ খবর