রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ সহায়তার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হারুন-অর-রশিদ নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি সাওরাইল ইউনিয়নের কুমরীরানী গ্রামের রুস্তম আলীর ছেলে। এ ব্যাপারে হারুন-অর-রশিদ বলেন, তাকে স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার ঠান্ডু হতদরিদ্রের মধ্যে চাল বিতরণের তালিকা করার নির্দেশ দেন। তালিকা অনুযায়ী তিনি হতদরিদ্রের নাম সংগ্রহ করেন। কোনো টাকা-পয়সা দাবি করেননি। সাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ঠান্ডু বলেন, ফেসবুক থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। অপপ্রচারকারী যেন আইনের আওতায় আসে সে জন্য কালুখালী থানায় জিডি করা হয়েছে। এ ব্যাপারে কালুখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম বলেন, সরকারি চাল বিতরণের দায়িত্ব তাদের ওপর নেই।

সর্বশেষ খবর