রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে সজীব (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল দুপুরে উপজেলার আজিজনগরের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। পুলিশ জানায়, সুপারি পাড়ার জন্য সজীব তার বাড়ির পাশের একটি গাছে ওঠে। হঠাৎ  হাত ফসকে সে মাটিতে পড়ে যায়। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, হাসপাতালে আসার আগেই সজীবের মৃত্যু হয়েছে। -পঞ্চগড় প্রতিনিধি 

কয়েল থেকে অগ্নিকাণ্ড

জেলার চিরিরবন্দর উপজেলায় কয়েলের আগুনে পুড়ে গেছে ২টি গরুসহ একটি বসতঘর। গত শুক্রবার গভীর রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের বারঘড়িপাড়ায় মরহুম খিজির মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত হয় গরুর ঘরে রাখা কয়েলের আগুন থেকে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, ওই রাতে আগুনে নশরতপুর গ্রামের বারঘড়িপাড়ার ভ্যানচালক জামাল উদ্দিনের বাড়ির দুটি ঘরসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

-দিনাজপুর প্রতিনিধি

বিদ্যুতের খুঁটি পড়ে শিশুর মৃত্যু, আটক ২

নড়াইলে বিদ্যুতের খুঁটি পড়ে তাসপিয়া (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মচারী সোহরাব হোসেন ও সবুজ নামে দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। গতকাল সকাল ৯টায় নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাসপিয়া যশোর জেলার বাঘারপাড়া উপজেলা ভিটেবল্লা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কয়েক দিন আগে শিশু তাসপিয়া মায়ের সঙ্গে নড়াইলের দুর্গাপুরে নানাবাড়ি বেড়াতে আসে। গতকাল সকালে নানাবাড়ির সামনে শিশু তাসপিয়া খেলা করছিল। ওই সময় ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানির লোকজন এবং শ্রমিকরা মিলে বিদ্যুতের একটি পরিত্যক্ত খুঁটি অপসারণ করছিল। খুঁটিটি রাস্তায় না পড়ে অসাবধানবশত বাড়ির মধ্যে ভেঙে পড়ে। খুঁটির নিচে পড়ে ঘটনাস্থলেই শিশু তাসপিয়া গুরুতর আহত হয়। তাকে দ্রুত নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। -নড়াইল প্রতিনিধি

প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন ডিসি

করোনার প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায়  রেখে ঘর থেকে বের না হওয়ার লক্ষ্যে গতকাল ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয় কর্তৃক তালিকাভুক্ত ৭৮০ জন প্রতিবন্ধী ও ৭ হাজার হতদরিদ্রদের মধ্যে খাদ্র্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড.  কেএম কামরুজ্জামান সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা, আব্দুল কাইয়ুম খান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদা সুলতানা প্রমুখ। অপর দিকে ঠাকুরগাঁওয়ের মানবতার ফেরিওয়ালা ড. কেএম কামরুজ্জামান সেলিম দিন-রাত জেলার ৫ উপজেলায় গ্রাম-গঞ্জে ঘুরে ঘুরে এ যাবত ৭ হাজার হতদরিদ্রদের মধ্যে নিজ হাতে ত্রাণ বিতরণ করেছেন।

-ঠাকুরগাঁও প্রতিনিধি

সাপের কামড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিষধর সাপের কামড়ে মোরশেদ (৩৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আড়াইসীধা ইউনিয়নের ভবানীপুর গ্রামের জজ মিয়ার ছেলে। নিহতের পরিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সকালে মোরশেদ তার বাড়ির আঙ্গিনার ইঁদুরের গর্তে একটি গোখরা সাপ ঢুকতে দেখে টেঁটা নিয়ে মারতে যান। গর্তের মুখে টেঁটা দিয়ে সাপের লেজে আঘাত করলে অন্য গর্ত দিয়ে বের হয়ে সাপটি তার পায়ে কামড় দেয়। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর