রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১০ জেলায় খাদ্য সহায়তা পেল ৭ হাজার পরিবার

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহন ব্যবস্থাও বন্ধ। এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী ও অতিদরিদ্র জনগোষ্ঠী। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার। গতকাল নবম দিনে উত্তরের ১০ জেলায় সাত হাজারের বেশি হতদরিদ্র খাদ্যসহায়তা পেয়েছেন। প্রশাসনের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও দেওয়া হয়েছে সহায়তা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- গাইবান্ধা : ‘আলোকিত গাইবান্ধা’ ব্যানারে গাইবান্ধা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে গতকাল সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। সংগঠনটির উদ্যোক্তারা নিজেদের নাম প্রকাশে অনীহা প্রকাশ করেছেন। পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন মহল্লায় শতাধিক দিনমজুর, রিকশাওয়ালা, চা দোকানিদের মধ্যে চাল, ডাল, লবণ, তেল, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। নীলফামারী : সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের উদ্যোগে দুই হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক উপস্থিত ছিলেন। বগুড়া : কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ গতকাল খাদ্য সামগ্রী পুনরায় বিতরণ শুরু করেছেন। খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। এর আগে তিনি ৫ শতাধিক কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন নিজস্ব অর্থায়নে। এদিকে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাপার সভাপতি এইচএম ইকবালের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম : শ্রমজীবী ১ হাজার ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে চাল, আলু ও ডাল সহায়তা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু তার নাজিরার নিজ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে এ সব খাদ্য সামগ্রী প্রদান করেন। এ ছাড়া জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুলের ব্যক্তিগত উদ্যোগে ২০০ লোককে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়েছে। এদিকে জাতীয় নারী ফুটবলার রেহানা পারভীনের পক্ষ থেকে পৌর এলাকার অসহায় শতাধিক মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ : শহরের উপকণ্ঠ খালঘাট এলাকায় কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ ঘরে ঘরে পৌঁছে দেন সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী। জেলা প্রশাসনের পক্ষে থেকে সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় আর্থিক সহায়তা দিয়েছেন ইউএনও আলমগীর হেসেন। এছাড়া সদর উপজেলা কৃষকলীগ সভাপিত রুহুল আমিন ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ টাকা দেওয়া হয়েছে। জয়পুরহাট : জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল উপজেলার বিভিন্ন গ্রামে এক হাজার দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, আলু, ডিটারজেন্ট পাউডার ও সরিষার তেল বিতরণ করা হয়েছে। নওগাঁ : শুক্রবার রাতে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন শহরের বাঙ্গাবাড়িয়া বিহারী কলোনিতে ২৫ কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেন। নাটোর : দরিদ্র ৫০ জনকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিয়াম আল্পনা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের মহাসচিব এম হাসান পরশের পাঠানো খাদ্যসামগ্রী কর্মহীন মানুষের মাঝে তুলে দেন গণমাধ্যমকর্মী নাসিম উদ্দীন নাসিম। নাটোর জেলা কারাগারের কারারক্ষীসহ সব কর্মকর্তা-কর্মচারী তাদের রেশনলব্ধ খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন ১০০ অসহায় পরিবারের হাতে। দিনাজপুর : কাহারোল উপজেলার গুচ্ছগ্রামবাসীসহ বিভিন্ন স্থানে প্রায় ১৮০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি গোপাল। উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দুটি গুচ্ছগ্রামে ভ্যানযোগে খাবার নিয়ে যান মনোরঞ্জন এমপি।

সর্বশেষ খবর