বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণের চালসহ ইউপি সদস্য আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চালসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সুকাশ ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহিন শাহ, চাল ব্যবসায়ী গোলাম ও ডিলার লেবু। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী গোলাম চাল কিনে যাওয়ার পথে বোয়ালিয়া এলাকায় ৮ বস্তা চালসহ স্থানীয়রা আটক করে প্রশাসনকে জানায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরও ৫ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় আটক হন ইউপি সদস্য শাহিন শাহ ও ডিলার লেবু। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। ইউএনও বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

১৪ বস্তা চাল জব্দ : নওগাঁর বদলগাছিতে ভিজিডি ও ১০ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম। এ ঘটনায় সোহেল রানা নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। আটক রানা বদলগাছি উপজেলার বিলাশবাড়ী গ্রামের আবদুল করিমের ছেলে।

সর্বশেষ খবর