বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঘোরাফেরা করলেই শাস্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে। এ অবস্থায় সবাইকে ঘরে থাকা নিশ্চিত করতে তৎপর চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় প্রশাসন। বিনাকারণে কেউ ঘোরাঘুরি করলেই শাস্তি দেওয়া হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাসদস্যরা মাঠে রয়েছেন। এরপরও কিছু মানুষ নিয়ম ভঙ্গ করছে। বিভিন্ন এলাকায় পরিচালনা করা হচ্ছে অভিযান। কোথাও লোকসমাগম হলেই জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অভিযান চালাচ্ছেন। শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল বসিয়ে ছোট ছোট যান চলাচল বন্ধ করে দিচ্ছে। তবে মঙ্গলবার সকাল থেকে শহরের বড়ইন্দারা মোড়ে ওষুধের দোকানগুলোতে ক্রেতার ভিড় ছিল লক্ষণীয়। সামাজিক দূরত্ব বজায় না রেখে মানুষজনকে ওষুধ ক্রয় করতে দেখা গেছে। ওষুধের দোকানের মালিকরা জানান, তারা ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিলেও ক্রেতারা নির্দেশনা মানার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, করোনার সংক্রমণ ঠেকাতে প্রয়োজন ছাড়া চলাচল করতে নিষেধ করা হচ্ছে। মানুষ ঘরমুখো না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, প্রশাসনের প্রতিটি কর্মকর্তাসহ সদস্যরা কঠোর অবস্থানে থেকে অভিযান অব্যাহত রেখেছেন। এখনো যারা বাইরে অযথা চলাফেরা করছেন, তাদের প্রতি কোনো শিথিলতা দেখানো হচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর