বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ওএমএস চাল বিক্রিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম প্রতিনিধি

ওএমএস চাল বিক্রিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

কুমিগ্রাম পৌরএলাকায় ১০ টাকা কেজির চাল নিতে ভিড়

চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম জেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। এ দুই জেলার পৌর এলাকার ৩২ জন চুক্তিবদ্ধ ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় ৯ ও কুড়িগ্রামে ২৩ ডিলার রয়েছেন। চার বিক্রির খবরে প্রতি দিন শত শত মানুষ এসে ভিড় করেছেন ডিলারের দোকানের সামনে।

গতকাল চুয়াডাঙ্গা বড় বাজারে ১০ টাকা কেজি দরে চাল কেনার জন্য নিম্নআয়ের মানুষ ভিড় করেন। সকাল ৯টা থেকে চাল বিক্রি শুরুর কথা থাকলেও ৮টা থেকেই মানুষ জড়ো হতে থাকেন। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা থাকলেও ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সময় এ নিয়ম মানা হয়নি। এ কারণে দীর্ঘ সময় চাল নিতে আসা লোকজনকে ভিড় করে থাকতে দেখা গেছে। একইভাবে কুড়িগ্রাম পৌর এলাকার সাহবুবার রহমান নামে এক ডিলারের দোকানে চাল নিতে আসা পৌর এলাকার বাসিন্দা আদম আলী বলেন, এখানে কোনো নিয়ম নেই। মানুষ ১০ টাকা কেজি দরে চাল কেনার জন্য ভিড় করে অপেক্ষায় আছেন। যারা চাল দিচ্ছেন তাদেরই দায়িত্ব ভিড় ঠেকানোর। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, গত রবিবার থেকে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি। চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই এ চাল বিক্রি হবে। এক ব্যক্তি তার পরিচয়পত্র দেখিয়ে সপ্তাহে একবার সর্বোচ্চ ৫ কেজি চাল নিতে পারবেন। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ওএমএসের এই চাল ১০ টাকা কেজি দরে দেওয়া হবে। করোনাভাইরাসে ভিড় এড়িয়ে চলার প্রসঙ্গের কথা বলা হলে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার একটি বিতরণ স্থানকে তিন ভাগে ভাগ করে একই ওয়ার্ডের তিন এলাকায় চাল বিক্রি হবে। তাতে ভিড় কিছুটা কমবে। এছাড়া ভিড় যাতে ঠেকানো যায় সে বিষয়টিও দেখব।

সর্বশেষ খবর