বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

১০ টাকা কেজির চাল বিক্রি শুরু

করোনাভাইরাসের কারণে দুর্ভোগে থাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঝিনাইদহে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। একদিন বন্ধ থাকার পর গতকাল সকাল থেকে শহরের পৌর এলাকার ১৩টি স্থানে চাল বিক্রি চলছে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫  কেজি করে চাল কিনতে পারবেন। ১৩ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১৩ টন চাল বিক্রি করা হবে। 

-ঝিনাইদহ প্রতিনিধি

বিষ ঢেলে মাছ নিধন

দিনাজপুরের খানসামায় পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির দেড় লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের বেলানপাড়ায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুকুরের মালিক ছকি উদ্দিন বাদী হয়ে গতকাল খানসামা থানায় লিখিত অভিযোগ করেছেন।-দিনাজপুর প্রতিনিধি

আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় খোলা বাজারে ১০ টাকা কেজি দরে বিক্রির চাল নিজ হেফাজতে রাখার দায়ে গাজিউল হক গাজী নামে এক আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদ  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাসেল মিয়া এই দন্ড  প্রদান করেন। দন্ডপ্রাপ্ত গাজী সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জীবাণুুনাশক স্প্রে

সড়ক জীবাণুমুক্ত করতে ব্লিচিং স্প্রে করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। জেলা সদর ছাড়াও উপজেলাগুলোতে একই কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি। গতকাল জেলা শহরের প্রধান সড়ক, হাসপাতাল, সরকারি কলেজ সড়ক ছাড়াও বিভিন্ন সড়কে জীবাণুুনাশক স্প্রে করেন তারা। প্রতিদিন দুটি গাড়িতে ৬ হাজার করে ১২ হাজার লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।

-নীলফামারী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর