বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের ত্রাণ কর্মসূচি

মানিকগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাস সংকটে মানিকগঞ্জের কর্মহীন দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গত দুই দিনে জনপ্রতিনিধিদের মাধ্যমে তিন হাজার ব্যাগ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাগে রয়েছে আট কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও এক লিটার তেলসহ মোট ১২ কেজি ওজনের খাদ্যসামগ্রী।  সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করার জন্য মানিকগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এ খাদ্য সহায়তা। বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু জানান, ১৫ এপ্রিল পর্যন্ত এ খাদ্য সহায়তা কর্মসূচি চলবে। প্রয়োজনে কর্মসূচির মেয়াদ আরও বাড়ানো হবে।

তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের লক্ষ্যই হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। যে কারণে সব ধরনের দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকেছে। এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের চিন্তা ও পরিকল্পনার ফসল।’

সর্বশেষ খবর