বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বোমাসদৃশ বস্তু দুই বাড়িতে এলাকায় আতঙ্ক

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। গতকাল সকালে ঘুম থেকে উঠে এই বোমাসদৃশ বস্তু দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল হাজীপাড়ায় শফিকুল ইসলাম ও আবদুল গাফফারের বাড়ির সামনে বোমা রাখা হয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সত্যতা পায়। সেখানে ইলেকট্রিক মোটা তারে সংযুক্ত বড় আকারের দুটি বোমাসদৃশ বস্তু কাছাকাছি রাখা আছে। এগুলোর সঙ্গে সার্কিটও যুক্ত রয়েছে। তিনি আরও জানান, পাবনা ও আশপাশের জেলায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল না থাকায় ঢাকা থেকে প্রশিক্ষিত দল এসে ওই বস্তুগুলো যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন মাসে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। এরপর এমন বোমাসদৃশ বস্তু রেখে যাওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সর্বশেষ খবর