শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কোয়ারেন্টাইন নিয়ে সংঘর্ষ পুলিশ-সাংবাদিক আহত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নারায়ণগঞ্জ জেলা থেকে ট্রলারে আসা লোকজনকে সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে নিতে গিয়ে সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহর থেকে একটি ভাড়া করা ট্রলারে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নসহ পার্শ¦বর্তী এলাকার কিছু লোক আসেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিন মিয়া প্রশাসনকে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লা আল মামুন বাবু ওই লোকদের  একটি বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে বিকালে নারায়ণগঞ্জ থেকে আসা ১৮ জনকে ইউনিয়নের কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখতে নিয়ে যায় ইউপি চেয়ারম্যান। এ সময় ইউপি সদস্য সুখলাল ঢালী ও রনজিত বেপারীর নেতৃত্বে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান শাহিন মিয়া ও পুলিশের ওপর চড়াও হয়।  এলাকার কয়েকশ মানুষ লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। হামলায় সাংবাদিক গোলাম মোস্তফা, পুলিশ সদস্য তাজেল,  আল মামুন, ইউপি সদস্য সুমন ও চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক মাসুম বিল্লাহ আহত হন। ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বর্তমান সময় বাইরে থেকে লোক আসায় মানুষের মধ্যে ভীতি কাজ করে বলেই তাদের কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছি। কিন্তু কিছু না বুঝেই কাটাপিটানিয়া গ্রামের মানুষকে চটিয়ে দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।

সর্বশেষ খবর