শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

‘মানবতার ঘর’

নওগাঁ প্রতিনিধি

‘মানবতার ঘর’

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার মানুষের চলাচল সীমিত করে দিয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ করে দিনমজুর ও শ্রমজীবীসহ সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ বিপাকে পড়েছেন। এ সব মানুষকে খাদ্য সহায়তা দিতে এলাকার বিত্তবান ও সামর্থবান মানুষ একটি ঘরে সাধ্যমতো খাদ্যসামগ্রী রেখে যাচ্ছেন। সেখান থেকে জীবনধারণের জন্য অসহায় মানুষেরা খাবার নিয়ে যাচ্ছেন। সচ্ছল ও অসচ্ছল মানুষের অনন্য এই মেলবন্ধন উদ্যোগের নাম ‘মানবতার ঘর’। এখানে দরিদ্র মানুষকে সহায়তার জন্য যে কেউ খাদ্যসামগ্রী রেখে যেতে পারেন। আর প্রয়োজন হলে দরিদ্র-অসহায় মানুষেরা এখান থেকে খাবার নিয়ে যেতে পারেন। নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে শুরু করা হয়েছে এমন ‘মানবতার ঘর’।

ঘরটির তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা আনিসুর রহমান নামে এক যুবক জানান, খাদ্য সহায়তা নিয়ে কারও বাড়িতে নয়, খাদ্য সামগ্রী রাখা থাকবে এই ঘরে। এখানে রাখা খাদ্য সামগ্রী নিয়ে যেতে পারবেন যে কোনো হতদরিদ্র মানুষ। এই উদ্যোগটি নিয়েছেন মহাদেবপুরের ইউএনও মিজানুর রহমান। ইউএনও বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে অনেক অসহায় মানুষ রয়েছে যাদের কাছে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারের একার পক্ষে এত বড় মানবিক সহায়তা পরিচালনা খুবই দুষ্কর। তাই এই কাজে সমাজের বিত্তবান মানুষের সম্পৃক্ত করার জন্য ‘মানবতার ঘর’ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার অন্য আরও নয়টি ইউনিয়ন পরিষদেও এই মানবতার ঘর তৈরির উদ্যোগ চলছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর