শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে নির্মাণ এক কিলোমিটার রাস্তা

নওগাঁ প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে নির্মাণ এক কিলোমিটার রাস্তা

স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়কের একাংশ -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁ সদরের গ্রামবাসী চাঁদা উঠিয়ে স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে প্রবেশের এ রাস্তাটি তৈরি করেন তারা। এতে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে তাদের। জানা যায়, হরিরামপুর গ্রামে প্রবেশে মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সরকারি দফতরে কয়েক বছর ধরে ধরনা দিয়ে আসছিলেন এলাকাবাসী। কাজের কাজ কিছুই হয়নি। গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। স্থানীয়ভাবে উৎপাদিত ফসল ঠিক সময় বাজারে নেওয়া যেত না। অবশেষে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে চাঁদা তুলে প্রয়োজনীয় সরঞ্জাম কিনে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি তৈরি করেছেন। গ্রামের শতাধিক লোক রাস্তা নির্মাণ কাজে অংশ নিয়েছেন। কীর্ত্তিপুর ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন, ওই রাস্তাটি পুকুরের পাশে হওয়ায় প্যালাসাইডিং করতে যে খরচ হবে তার বরাদ্দ ইউনিয়ন পরিষদে নেই। ওই রাস্তার জন্য এডিপি প্রকল্পের আওতায় একটা বাজেট হয়েছে।

সর্বশেষ খবর