শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মানুষের আস্থা শামীমের ভ্রাম্যমাণ মেডিকেল টিম

শরীয়তপুর প্রতিনিধি

মানুষের আস্থা শামীমের ভ্রাম্যমাণ মেডিকেল টিম

শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের সাধারণ মানুষের চিকিৎসাসেবায় মাত্র ৬ দিনেই আস্থা করে নিয়েছে ব্যতিক্রমী ‘ভ্রাম্যমাণ মেডিকেল টিম’র স্বাস্থ্যসেবা। ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ স্লোগানে ব্যক্তিগত উদ্যোগে শরীয়তপুর-২ আসনের এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম নির্বাচনী এলাকার জন্য এই স্বাস্থ্যসেবা চালু করেন। করোনার সংকটকালে রোগীর বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছে এই টিম। দুই উপজেলায় চারজন চিকিৎসক, নার্স কাজ করছেন। দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ।  ভ্রাম্যমাণ মেডিকেল টিমের স্বাস্থ্যসেবা নেওয়া দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে জুলেখা বিবি, খোজেদা, আবুল হোসেন বলেন, আমাদের বাড়ি বাড়ি এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, নড়িয়া-সখিপুরের মানুষকে ঘরে বসেই স্বাস্থসেবা দেওয়ার উদ্দেশ্যে এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছি। এ অঞ্চলের মানুষ ইতালিসহ বিভিন্ন দেশে থাকেন। এটি মাথায় রেখে আমরা মানুষের বাড়ি বাড়ি সেবা দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে, ততদিন এ সেবা চলবে। সেবাদানকারী এক ডাক্তার মোবারক হোসেন সুজন বলেন, উপমন্ত্রী শামীমের এই ব্যতিক্রমী উদ্যোগ দেশব্যাপী মডেল হতে পারে। সব জনপ্রতিনিধি এমন উদ্যোগ নিলে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাবে।

সর্বশেষ খবর