শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শিক্ষক পেটালেন ইউপি চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাদ্রাসা শিক্ষক আজিজুর রহমানকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রাজামেহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। আহত ওই শিক্ষককে গতকাল চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারধরের ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে। শিক্ষক আজিজুর রহমান একই ইউনিয়নের বেতরা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী এবং বেতরা গ্রামের বজলুর রহমানের ছেলে।  আহত শিক্ষক জানান, পারিবারিক কলহের কারণে তার স্ত্রী আমেনা বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। দুপুরে গ্রামপুলিশ আবদুল মতিন ওই শিক্ষককে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান। চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পর তার কোনো বক্তব্য না শুনেই চেয়ারম্যান লোহা ও কাঠের একটি লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন। ইউপি সদস্য নুরুল ইসলামসহ অন্য লোকজন চেয়ারম্যানকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ওই শিক্ষকের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মারধর করেছি।

দেবিদ্বার থানার ওসি জানান, মারধরের বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

সর্বশেষ খবর