শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ছাঁটাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের পরিচয়পত্র রেখে তাদের ছাঁটাইয়ের অভিযোগে বিক্ষোভ হয়েছে। গাজীপুর মহানগরীর কড্ডা চেয়ারম্যানবাড়ি এলাকায় এপিএস হোল্ডিং লিমিটেড নামে একটি কারখানায় গতকাল এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। মার্চ মাসের বেতন দিয়ে যে সব শ্রমিকের চাকরির বয়সসীমা এক বছর পূর্ণ হয়নি এমন প্রায় তিন শতাধিক শ্রমিককে জোর করে আইডিকার্ড ও অব্যাহতিপত্রে স্বাক্ষর রেখে ছাঁটাই করে কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ কারখানায় গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে ছাঁটাই বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। কারখানার ম্যানেজার (প্রশাসন) বাহাদুর আলম বলেন, শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন। কোন শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংকটময় সময়ে মালিকদের উচিত শ্রমিকের পাশে দাঁড়ানো। উল্টো ওই কারখানা থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছিল। কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিক ছাঁটাই বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর