শিরোনাম
শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ক্ষুধার্ত প্রাণীর পাশে যুবসমাজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ক্ষুধার্ত প্রাণীর পাশে যুবসমাজ

করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন মানুষের মতোই খাদ্যাভাবে পড়া প্রাণীর পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের কয়েক যুবক। তারা দিনে বা রাতে শহরের রাস্তায় ঘুরে ঘুরে ক্ষুধার্ত বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে খাবার তুলে দিচ্ছেন। করোনার কারণে যতদিন এ খাদ্যাভাব থাকবে ততদিন তারা এ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান। বেলগাছি গ্রামের বখতিয়ার হামিদের নেতৃত্বে গড়ে ওঠা কেয়ার ফর আনক্লাইমড বিস্ট ‘কাব’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রম পরিচালনা করছে।

বখতিয়ার হামিদ বলেন, এতদিন খাবার হোটেল, চায়ের দোকান বা ভাজার দোকান থেকে শহরের বেওয়ারিশ কুকুর বেড়ালের খাদ্যের জোগান আসতো। সাম্প্রতিক সময়ে করোনা প্রাদুর্ভাবের কারণে এ সব দোকান বন্ধ হয়ে গেছে। ফলে খাদ্য সংকটে পড়েছে বেওয়ারিশ এ সব পশু। এ সময়ে কর্মহীন মানুষের জন্য অনেকে খাবারের উদ্যোগ নিলেও পশু-পাখির কথা কেউ ভাবছেন না। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বেলগাছি গ্রামে পাখিদের অভায়ারণ্য গড়তে কাজ করছি। পাশাপাশি অন্য পশুদেরও দেখভাল করার চেষ্টা করি। মানুষের পাশাপাশি পশুদেরও এখন দুর্দিন চলছে। এ কারণেই প্রাণীদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ।’ উদ্যোক্তারা বলছেন, গত ৪ এপ্রিল থেকে ক্ষুধার্ত পশুদের খাবার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে তিন শতাধিত পশুকে খাবার দেওয়া হয়েছে। কখনো নিজেদের ব্যবস্থাপনায় আবার কখনো কারো সহযোগিতা নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামান বলেন, বেলগাছি গ্রামের যুবসমাজের গড়া ‘কাব’ নামের সংগঠনটি আগে থেকেই পশু-পাখিদের নিয়ে কাজ করে আসছে। ক্ষুধার্ত কুকুর-বিড়াল খাবাবের অভাবে যে কোনো সময় হিংস্র হয়ে উঠতে পারে। ‘কাব’ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।

সর্বশেষ খবর