শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অগ্নিকাণ্ডে ১০ বসতঘর ছাই, তিন গবাদিপশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

মাগুরা ও কুড়িগ্রামে গতকাল অগ্নিকাে  ১০ বসঘর ভস্মীভূত হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ায় আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের দুটি গাভী ও একটি ছাগল। প্রতিনিধিদের পাঠানো খবর-

মাগুরা : মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামে গতকাল সকালে অগ্নিকাে  ৭টি পরিবারের ৯টি বসতঘরসহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়েছে। মাগুরা দমকল বাহিনীর কর্মকর্তা সোহাগউজ্জামান জানান, সকাল ৮টার দিকে চন্দনপ্রতাপ গ্রামের শেখ পাড়ায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে মাগুরা ও শ্রীপুরের দুটি টিম এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি বসতঘরসহ মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। কুষ্টিয়া : মিরপুর উপজেলায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে এক কৃষকের দুটি গাভী এবং একটি ছাগলও মারা গেছে। একই সময় গোয়ালঘরে থাকা আরও দুটি গরু দগ্ধ হয়েছে। বুধবার রাতে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া এলাকার কৃষক খাজেম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

সর্বশেষ খবর