শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গ্রাম লকডাউন করা নিয়ে সংঘর্ষ, আহত ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাস প্রতিরোধে গ্রাম লকডাউন করা নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৬জন আহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার চৈরগাঁতী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চৈরগাঁতী গ্রামের আকবর আলী সেখের ছেলে আব্দুস সালাম, আব্দুস সালামের ছেলে মনসুর আলীকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যার শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাঁতী গ্রামকে লকডাউন করতে কয়েকজন যুবক চৈরগাতী তিন রাস্তার মোড়ে বাঁশ ও খুঁটি দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় ওই গ্রামের রিকশাচালক আব্দুল আলীমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের আলীম ও তার স্বজনদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষ বাধে। এতে ৬জন আহত হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

 আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই লকডাউন করার অধিকার কারও নেই। কেউ করলে তা বেআইনি হবে। আর বেআইনি কাজ করা নিয়ে অপ্রীতির ঘটনা হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর