শিরোনাম
শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

‘অবহেলা করলে চিকিৎসকদের ছাড় দেওয়া হবে না’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন হস্তান্তরকালে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো চিকিৎসক চিকিৎসা ক্ষেত্রে অবহেলা করলে তাকে ছাড় দেওয়া হবে না। এখনই সময় মানবসেবায় নিজেকে উৎসর্গ করার।’ হুইপ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই এ হাসপাতালে সর্দি ও জ্বরের জন্য পৃথক ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। চিকিৎসার জন্য কাউকে আর বাহিরে যেতে হবে না। এম আবদুর রহিম মেডিকেল কলেজে পিসিআর মেশিন হস্তান্তরককালে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস, হাসপাতালের সহকারী পরিচালক ডা. নজমুল প্রমুখ।

 

সর্বশেষ খবর