রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ নিয়ে ক্যামেরার দিকে না তাকানোয় চড়-থাপ্পড়

কুষ্টিয়া প্রতিনিধি

ত্রাণ নেওয়ার পর ক্যামেরায় তাকাতে হবে। তা না হলে জুটছে চড়-থাপ্পড় আর দুর্ব্যবহার। এ ঘটনা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন কমপ্লেক্সে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। দৌলতপুরে দরিদ্র দিনমজুর ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করার সময় ক্যামেরার দিকে না তাকানোর জন্য ত্রাণ গ্রহণকারী দরিদ্র নারী-পুরুষদের চড়-থাপ্পড় দিয়েছে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি। গত শুক্রবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র, দিনমজুর, অসচ্ছল ব্যক্তিদের মধ্যে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করার সময় মোবাইলে ছবি ধারণ করা হয়। ত্রাণ দেওয়ার ছবি ধারণ করার সময় মোবাইলের দিকে তাকাতে বলেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি। কেউ না তাকালে তাকে চড় ও থাপ্পড় মেরে মোবাইলের দিকে তাকাতে বাধ্য করা হয়। এ সময় চেয়ারম্যানের চড়-থাপ্পড় খেয়ে অনেকের মুখের মাস্ক মুখ থেকে পড়ে যেতেও দেখা যায়। আবার ক্যামেরার দিকে না তাকানোর জন্য নারী ত্রাণ গ্রহীতাদের শাড়ির আঁচল ধরেও টানতে দেখা যায়। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহির এমন কর্মকান্ডের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনসহ সব মহলে ব্যাপক আলোচনা সমালোচনা ও তোলপাড় শুরু হয়। চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি বলেন, কে বা কারা ত্রাণ বিতরণ করার সময় আমার ছবি তুলেছে। এমন ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

তবে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাসের এমন কর্মকান্ড ঘটানোর বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, বিষয়টি ডিসি স্যারকে জানিয়েছি। ডিসি স্যার ডিডিএলজি স্যারকে তদন্ত দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর