মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এবার বৈশাখে বসছে না ২০০ বছরের কালীবাড়ির মেলা

গাইবান্ধা প্রতিনিধি

জেলার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের কাষ্ঠ কালীমন্দির সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিতি। পুরো বৈশাখ মাস এখানে কাষ্ঠ কালীপূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে বসে মেলা। দেশ বিদেশ থেকে মানুষের সমাগম ঘটে। এ বছর করোনাভাইরাসের কারণে মেলা বসছে না। লোকমুখে শোনা যায় ২০০ বছরের বেশি পুরাতন এই মন্দির। সারা বছর পূজা অর্চনা চললেও বৈশাখ মাসে বসে বিশেষ পূজা। যেখানে প্রতিদিন দেড় হাজারের বেশি পাঁঠা বলি ও ৩ হাজারের বেশি জোড়া কবুতর উৎসর্গ করা হয়। ভক্তরা মনোবাসনা পূরণের জন্য এখানে পূজা ও বলি দেন।

এছাড়া মন্দির চত্বরে রকমারি পণ্যের মেলা বসে। ভরতখালী জয়কালী মন্দির ও সেবা সংসদের সভাপতি রণজিৎ কুমার চন্দ্র বলেন, মন্দিরে এ বছর কোনো মেলা বসানো হবে না। তবে ধর্মীয় অনুশাসন মেনে যথারীতি পূজা অনুষ্ঠিত হবে। মন্দির কমিটির সহ-সভাপতি সন্তোষ কুমার বর্মণ জানান, মানুষের কল্যাণে জনস্বাস্থ্য রক্ষায় এ বছর শুধুমাত্র পূজা ও প্রার্থনা সভা করা হবে। মেলা বা জনসমাবেশ করা হবে না।  

সর্বশেষ খবর