বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিরামপুরে সংঘর্ষে নিহত ২, আটক ১০

দিনাজপুর প্রতিনিধি

জমি নিয়ে সংঘর্ষে দিনাজপুরের বিরামপুরে আবদুল বাকী ও মোস্তাফিজুর রহমান নামে দুজনের প্রতিপক্ষের আঘাতে মৃত্যু হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় ১০ জনকে আটক করেছে। নিহত আবদুল বাকী (৫৫) বিরামপুর পৌর এলাকার পার ভবানিপুর গ্রামের আবদুর রহিম মুন্সির ছেলে। অপরজন নিহত মোস্তাফিজুর রহমান (৩৬) বিরামপুর উপজেলার ভবানীপুর মুন্সিপাড়ার বাসিন্দা। গত সোমবার দিবাগত রাতে আবদুল বাকী এবং মঙ্গলবার দিবাগত রাতে মোস্তাফিজুর রহমান দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেন বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির। স্থানীয়রা জানায়, গত সোমবার বিকালে ভবানীপুর মুন্সিপাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হন। এদের মধ্যে ২ জন মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অপর চারজন হলেন- মনিরুজ্জামান, আনজেমান, আবদুল লতিফ ও মেজবাউল। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানায়, পার ভবানিপুর মুন্সিপাড়া গ্রামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে কচুখেতের জমিতে পরিচর্যা করার সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সর্বশেষ খবর