শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে কাজ করছেন পাঁচ হাজার পল্লী চিকিৎসক

এসব চিকিৎসকের অনেকেরই নেই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাসের কারণে কেউ কোয়ারেন্টাইনে আবার অনেকে ঘরে প্রায় বন্দী জীবন কাটাচ্ছে। দেশের এই দুর্দিনে বসে নেই কিশোরগঞ্জের পল্লী চিকিৎসকরা। করোনাঝুঁকির মধ্যেই তারা দিনরাত মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। পল্লী চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন (আরএমএ) সূত্রে জানা যায়, কিশোরগঞ্জে পাঁচ হাজারের বেশি পল্লী চিকিৎসক রয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে তারা মানুষকে সচেতন করা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শসহ প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তাদের কেউ নিজস্ব উদ্যোগে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সংগ্রহ করতে পারলেও অনেকের তা নেই। কিশোরগঞ্জ জেলা আরএমএ সভাপতি ও এ্যাপোলো হেলথ কেয়ারের চেয়ারম্যান সেলিম জাবেদ জানান, প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত আমরা শুধু ফার্মেসি বা ক্লিনিকেই সময় দিচ্ছি না, অনেকের বাড়ি গিয়েও সেবা দিয়ে যাচ্ছি। ইনজেকশন বা স্যালাইন পুশ থেকে শুরু করে নানা রকম প্রাথমিক চিকিৎসাসেবা প্রত্যন্ত অঞ্চলে, এমনকি জেলা শহরেও পল্লী চিকিৎসকরাই দিয়ে থাকি। কিন্তু আমাদের কোনো সুরক্ষা সামগ্রী নেই। করোনার এই অবস্থায় অনেকটা ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে পল্লী চিকিৎসকরা ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান প্রেক্ষাপটে তারা শুধু মানুষকে পরামর্শই দিচ্ছেন না, অনেক এলাকা লকডাউনের মধ্যেও তারা মানুষকে করোনার বিষয়ে সচেতন করাসহ প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর