শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

থেমে নেই চুরি ছিনতাই খুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলায় করোনা পরিস্থিতিতেও থেমে নেই চুরি, ছিনতাই, খুনসহ অসামাজিক কার্যকলাপ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ এপ্রিল সোনাতলা উপজেলায় ঠাকুরপাড়ায় এক কলেজছাত্র খুন হন। একই দিন সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে ছাগলে লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে মারা যান আরও এক ব্যক্তি। এছাড়া উপজেলার বারঘরিয়া, সুজাইতপুর, চকনন্দন, বিশ্বনাথপুর, মধুপুর, তেকানী কাচারীবাজার, শ্যামপুর, আচারেরপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি হামলা-সংঘর্ষে অনেক লোক আহত হয়েছে। হাটকরমজা গনসারপাড়া, কিনিয়ামারা, কুচিয়ামারী, কর্র্পুর, বালুয়া সড়কে ছিনতাইকারীর কবলে পড়েছেন কয়েকজন মানুষ। উত্তর করমজা গ্রামে এক পল্লী চিকিৎসক গত রবিবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়। গত ১ মার্চ ঠাকুরপাড়া মোয়াজ্জেম হোসেনের ছেলে শফিকুলের অটোভ্যান, কোড়াডাঙ্গা জাহিদুলের পাঁচটি গরু এবং শ্যামপুর এলাকায় শ্যালো মেশিন চুরির ঘটনা। ১৩ এপ্রিল রাতে সোনাতলা থানা পুলিশ ৯টি চোরাই গরুসহ ৫ ব্যক্তিকে আটক করেছে। সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, অল্পসংখ্যক পুলিশ সদস্য দিয়ে প্রায় ২ লাখ মানুষ বসবাসকারী সোনাতলা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা করা খুবই কঠিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর