শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভাড়াটিয়া চিকিৎসক তাই বাড়ি ছাড়ার নির্দেশ!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ভাড়াটিয়া মাদারগঞ্জ হাসপাতালের চিকিৎসক। তাই বাড়ির মালিক সাফ জানিয়ে দিয়েছেন তাকে বাড়ি ছাড়তে হবে। ঝুঁকি নিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া এক করোনাযোদ্ধার সঙ্গে এমনই অমানবিক আচরণের অভিযোগ পাওয়া গেছে উপজেলার পৌর এলাকার বানিকুঞ্জ এলাকার এক বাড়ির মালিকের বিরুদ্ধে।  মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল

অফিসার ইমরোল হাসান অভিযোগ করেন, তিনি বানিকুঞ্জ এলাকায় কুয়েত প্রবাসী মিন্টুর বাড়িতে ভাড়া থাকেন।

কদিন থেকে বাড়ির মালিকের স্ত্রী তাকে কোনো কারণ ছাড়াই বাড়ি ছেড়ে দিতে হুমকি ও অমানবিক আচরণ করছেন।

তিনি জানান, তাদের হাসপাতালে ৪ জন স্টাফের করোনা শনাক্ত হওয়ায় এবং বাকি ডাক্তার কোয়ারেন্টাইনে থাকায় তিনি এবং তার এক সহকর্মী পুরো হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এমন একটি ভয়াবহ অবস্থায় তাকে বাসা ছেড়ে দেওয়ার কথা বলাটা যেমন অমানবিক তেমনি অগ্রহণযোগ্য। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি করোনা পরিস্থিতির কারণে বাড়িতেও যাননি। এমন সময় কীভাবে বাসা ছেড়ে দেবেন? এ ব্যাপারে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানালে বিষয়টি মাদারগঞ্জ থানাকে অবহিত করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসার মালিককে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন আচরণ করবেন না বলে, বাসার মালিকের স্ত্রী কথা দিয়েছেন।

সর্বশেষ খবর