শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অসহায়দের সেবায় ক্যাপ্টেন তাজের নানা উদ্যোগ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

হটলাইনে ফোন করলে পৌঁছে যাচ্ছে খাদ্য সহায়তা। তার আগে স্থানীয় নেতা-কর্মীরা ফোনকারী সত্যিই দুরবস্থায় আছেন কিনা তা যাচাই-বাছাই করছে। তাছাড়া লোকজনকে যাতে বাজারে আসতে না হয় সেজন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয়ের সুবিধায় তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ শপ কাজ করবে আগামী শনিবার থেকে। যেখানে ন্যায্যমূল্যে মিলবে পণ্য। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এলাকার মানুষের জন্য এমন নানা উদ্যোগের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং জাতীয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সভাপতি সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি। উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি জানান, করোনাভাইরাসের প্রার্দুভাব দেখা দেওয়ার পর এমপি দফায় দফায় এলাকায় আসছেন। ক্যাপ্টেন তাজ তার নিজের পক্ষ থেকে সাড়ে ১২ হাজার মানুষের বাড়িতে পাঠিয়েছেন খাদ্যসামগ্রী। যারা কর্মহীন-অসহায় তাদের ঘরে ঘরে এই ত্রাণ পৌঁছে দেন দলের তৃণমূল নেতা-কর্মীরা। উপজেলা সদরে নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেক গ্রামে খাদ্যসামগ্রীর ভর্তি গাড়ি পাঠানো তদারকি করেন। গ্রাম ঘুরে ঘুরে খোঁজখবর নেন মানুষের। ধান কাটায় কারও সমস্যা আছে কি না তা জানতে চান কৃষকদের কাছে। তাছাড়া স্থানীয় ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের কর্মতৎপরতার খোঁজখবর রাখছেন প্রতিনিয়ত। ক্যাপ্টেন তাজ বলেন, ‘এলাকার মানুষের অবস্থা আমাকে ভাবাচ্ছে।’

মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে আমি সাধ্যমতো সেই চেষ্টা করছি।’

সর্বশেষ খবর