শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টিসিবির পণ্য নিতে লাইন মানছে না সামাজিক দূরত্ব

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে সামাজিক দূরত্ব মানার নির্দেশনা রয়েছে। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এরপরও দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে দেখা যায় মানুষের ভিড়। বিশেষ করে টিসিবির পণ্য কিনতে ট্রাকের সামনে লেগে থাকে দীর্ঘ লাইন। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। দিনাজপুর বড়মাঠে গতকাল টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য বিক্রির সময় দেখা গেছে উপচে পড়া ভির। পণ্য কিনতে আসা লোকজনের বেশির ভাগই নারী। গা ঘেঁষে মানুষ লাইনে দাঁড়ানোর ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছে দিনাজপুরে। এরই মধ্যে এ জেলায় আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরপরও গণজমায়েত বা সামাজিক দূরত্ব মানতে সরকারি নির্দেশনা এবং প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও মানছেন না কেউ। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার জনসাধারণের দুর্ভোগ লাঘবে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রমজান মাস পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি অব্যাহত থাকবে। কিন্তু সঠিকভাবে পণ্য সরবরাহ এবং করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের মনিটরিং আরও জোরদার করার দাবি জানান স্থানীয়রা।

সর্বশেষ খবর