শিরোনাম
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১০ টাকার চাল নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ১০ টাকা কেজি দরের সরকারি চাল বিতরণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। ডিলার বলছেন, অনিয়ম হয়ে থাকলে ইউপি সদস্যরা করেছেন। ইউপি সদস্যরা অভিযুক্ত করছেন ডিলারকে। চেয়ারম্যান বলছেন, অভিযোগ উঠায় প্রশাসনকে জানানো হয়েছে। ইউএনও জানিয়েছেন, বিষয়টির তদন্তে কমিটি করা হয়েছে। উপজেলার স্থানীয় গোলাপের চর এলাকায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ চলছিল। তালিকাভুক্ত কামাল, সকিনা, দ্বীন ইসলাম, বিউটি, জোৎ¯œাসহ ৭০ জন হতদরিদ্র চাল পাননি দাবি করে বিক্ষোভ করেন। ডিলার মাইনুদ্দিন বলেন, যে সময় সরকারি চাল বরাদ্দ পাই ইউপি সদস্য আব্দুল কাদের ও সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা বেগমের মাধ্যমে বিতরণ করে থাকি। অনিয়ম হয়ে থাকলে তারা করেছেন। আমি এর সঙ্গে জড়িত নই। কাদের মেম্বার বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। অনিয়মের জবাব দেবেন ডিলার। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, অনিয়মের কথা এলাকাবাসী জানালে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। ইউএনও কামরুল ইসলাম খান বলেন, লিখিত অভিযোগ পেয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর