রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

থেমে নেই স্বাভাবিক প্রসব

দিনাজপুর প্রতিনিধি

থেমে নেই স্বাভাবিক প্রসব

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির পর নবজাত কোলে তিন মা -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের প্রভাবে থেমে গেছে জীবনের গতি। চারদিকে অস্বাভাবিক পরিবেশ। তাই বলে-তো থেমে থাকবে না পৃথিবীতে নতুন শিশু আগমন। করোনাভাইরাস সংক্রমণ রোধে যখন ব্যস্ত সারা দেশ তখনও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা করে যাচ্ছেন প্রসূতিদের স্বাভাবিক প্রসব। তাছাড়া হাড়ের প্লাস্টার, সাধারণ জ্বরসহ নানা রোগের নিয়মিত চিকিৎসা চলছে এখানে।

সরজমিনে গত বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, এক দিনেই তিনজন প্রসূতির নরমাল ডেলিভারি হয়েছে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। সদ্য জন্ম নেওয়া তিন শিশুকে কোলে নিয়ে বসে আছেন মায়েরা। জেলায় প্রথম স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে এখানে বসানো হয়েছে করোনা সন্দেহে নমুনা সংগ্রহের বুথ। করোনা রোগীর জন্য প্রস্তুত রয়েছে ১০ বেডের আইসোলেশন কক্ষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩৬ জন প্রসূতির চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে নরমাল ডেলিভারি হয়েছে ১৪০ জনের। আর জানুয়ারি থেকে ১৬ এপ্রিল  পর্যন্ত ৩৫১ প্রসূতি চিকিৎসা হয়েছে। এদের মধ্যে ১৮৫ জনের নরমাল ডেলিভারি হয়েছে। সদ্য জন্ম নেওয়া সন্তান কোলে নিয়ে মাহফুজা বেগম বলেন, আগে হাসপাতালে এলে ডাক্তাররা বলতো সিজার করতে। এখন চেষ্টা করে নরমাল ডেলিভারির। এখানকার ডাক্তার, আপাদের ব্যবহারও ভালো।

সর্বশেষ খবর