সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণের দাবিতে বিক্ষোভ মহাসড়ক অবরোধ

প্রতিদিন ডেস্ক

ত্রাণের দাবিতে বিক্ষোভ মহাসড়ক অবরোধ

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় ত্রাণের দাবিতে বঞ্চিতদের সড়কে অবস্থান -বাংলাদেশ প্রতিদিন

মাদারীপুর, বরিশাল, সিরাজগঞ্জে ত্রাণের দাবিতে বিক্ষোভ ও সড়ক-মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছে হাজার হাজার কর্মহীন মানুষ। মাদারীপুর প্রতিনিধি জানান সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার ব্রিজের উপর শত শত কর্মহীন মানুষ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ত্রাণের জন্যে বিক্ষোভ প্রদর্শন করেন। সড়ক অবরোধের কারণে ১ ঘণ্টারও বেশি সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘলাইন তৈরি হয়। পরে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বরিশাল :  বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায় আবারও ত্রাণের দাবিতে বিক্ষোভ হয়েছে। ওই এলাকার ত্রাণবঞ্চিত কয়েকশ নারী-পুরুষ গতকাল দুপুরে বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়কে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের বাড়ি নগরীর পশ্চিম কাউনিয়ায় হওয়ায় স্থানীয়দের বিএনপি কর্মী-সমর্থক মনে করে ত্রাণবঞ্চিত করা হচ্ছে। পরে নগরীর কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বাড়িতে ফিরে যায়। বিক্ষোভকারীরা জানান, করোনার প্রভাবে গত একমাস ধরে তারা কর্মহীন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন বিশ্বাস গত ২০ দিন আগে ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ভোটার আইডি’র ফটোকপি নেন। ওয়ার্ডের কয়েকটি এলাকায় ত্রাণ দেওয়া হলেও পশ্চিম কাউনিয়ায় বিএনপি নেতা সরোয়ারের বাড়ির আশপাশের হতদরিদ্রদের ত্রাণবঞ্চিত করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুমন চৌধুরী জানান, সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৩০টি ওয়ার্ডের ৪০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হচ্ছে। এখনো ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। ১ নম্বর ওয়ার্ডে যারা এখনো পাননি তাদেরও ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে গত বুধবার সকালে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করে কয়েক শ’ নারী-পুরুষ। সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় ত্রাণের দাবিতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের উপজেলার বালসাবাড়ী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন মানুষ। গতকাল সকালে উপজেলার দুর্গানগরে ইউনিয়নে দুর্গানগর এলাকার শতশত কর্মহীন মানুষ এ বিক্ষোভ করেছে। সংবাদ পেয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছলে ত্রাণসামগ্রী দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। জানা যায়, করোনার প্রভাবে কর্মহীন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে দুর্গানগর ইউনিয়নে সাড়ে ১৩  মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান আফসার আলী তার পরিচিত ও আত্মীয় স্বজনদের মধ্যে অধিকাংশ চাল বিতরণ করেন। এতে তাঁত প্রধান এলাকার শতশত কর্মহীন মানুষ ত্রাণসামগ্রী থেকে বঞ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় সকালে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বালসাবাড়ী বাজার এলাকায় শতশত মানুষ ত্রাণ দাবিতে মহাসড়ক অবরোধ করে।

সর্বশেষ খবর