সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় মুরগি এখন ২ টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মুরগি এখন ২ টাকা

একদিন বয়সী মুরগির বাচ্চার দাম নেই। হ্যাচারি মালিকরা বিরাট লোকসানের মুখে পড়েছেন। খোলা বাজারে মুরগির ক্রেতা কমে যাওয়ার কারণে বগুড়ায় একদিন বয়সী মুরগির বাচ্চার দাম এখন দুই থেকে আড়াই টাকায়ও বিক্রি হচ্ছে না।  জেলা প্রাণিসম্পদ সূত্রে জানা যায়, বগুড়া জেলায় সরকারি তালিকায় বাণিজ্যিকভাবে প্রায় ৫ হাজার পোলট্রি ও হ্যাচারি রয়েছে। করোনাভাইরাসের কারণে যেসব পোলট্রি ও হ্যাচারির মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসবের তালিকা তৈরির কাজ চলছে। বগুড়ায় মুরগির দাম কমে গেছে। বগুড়া শহরের সাবগ্রামের ছাতিয়ানতলা এলাকার ভাই ভাই পোলট্রি হ্যাচারি মালিক মোখলেছুর রহমান মুক্তা জানান, করোনাভাইরাসের আগে একটি মুরগির বাচ্চা বিক্রি হতো ১৬ থেকে ১৭ টাকা করে। সাবগ্রামের ছাতিয়ানতলার আল হাদি পোলট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারির স্বত্বাধিকারী মামুনুর রশীদ মামুন জানান, দীর্ঘদিনের ব্যবসায় এরকম লোকসান কখনো হয়নি। প্রতি সপ্তাহে ৫০ হাজার বাচ্চা উৎপাদন করে চাহিদা মিটাতে পারি না। অথচ গত কয়েক দিনে লোকসান গুনতে হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, বগুড়ায় ক্ষতিগ্রস্ত খামারি মালিক ও হ্যাচারি মালিকদের একটি তালিকা তৈরির কাজ চলছে। তাদের বিষয়ে কোনো কর্মসূচি যেন নেয় সে বিষয়ে সুপারিশ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর