সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ, বাম ব্রিগেড

প্রতিদিন ডেস্ক

কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ, বাম ব্রিগেড

ময়মনসিংহ, গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ ও বাগেরহাটে সিপিবি’র বাম ব্রিগেড কৃষকের ধান কেটে দিয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি জানান চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য তাদের পাশে এসে দাঁড়িয়ে ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দিনভর ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায়  জেলা ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে দুই কৃষকের ১০ কাঠা জমিতে ধান কেটে দেওয়া হয়। এ সময় আরও ৩০ নেতা-কর্মী ধান কাটার কাজে অংশ নেন। শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। শনিবার উপজেলার সীমান্তবর্তী কাওরাইদ ইউনিয়নের গুনিয়া ফকির পাড়া গ্রামের কৃষক সারফুল মিয়ার এক বিঘা জমির পাকা ধান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেটে ঘরে তুলে দেন তারা। বাগেরহাট :  বাগেরহাটে বোরো ধান কাটা মৌসুমে শ্রমিক সংকটে স্বেচ্ছাশ্রমে কৃষকের পাশে দাঁড়িয়েছে সিপিবি’র বাম ব্রিগেড। গতকাল বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় পুটিমারী বিলে কৃষকদের আবাদ করা পাকা বোরো ধান কেটে দেওয়ার মধ্যে দিয়ে তাদের এই কর্মসূচি শুরু হয়। সিপিবি, কৃষক ও ক্ষেতমজুর সমিতি, ছাত্র ও যুব ইউনিয়নের  নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে জমি মালিকদের পাকা ধান কেটে দিচ্ছেন।

তারা বাগেরহাট শহরতলীর হাড়িখালি  মৌজার জমি মালিকদের মাঠের সব পাকা বোরো ধান স্বেচ্ছাশ্রমে  কেটে দেওয়ার কথা জানিয়েছে। জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, সদস্য জাহিদুল ইসলাম যাদু, ছাত্র ইউনিয়নের  কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসাইন বিদ্যা, জেলা শাখার সদস্য দেবব্রত দাস পলাশ, শুভজিৎ দে, যুব ইউনিয়ন সদস্য রুমান মাহমুদ, তানভীর আলী, সঞ্জয় কুমার দে অপু, তপন কুমার দাস প্রমুখ প্রথম দিনের  নেতা-কর্মীরা বিলের বর্গাচাষি অনিক হাসান ও শাহানারা বেগমের ৬ বিঘা জমির ধান কাটেন। পর্যায়ক্রমে আরও অনেক চাষির ধান কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর