সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় আক্রান্ত ছিলেন না নলডাঙ্গার নাজমুল

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় মনির গাজী (১৯) করোনায় আক্রান্ত ছিলেন না। গত শনিবার সকালে রাজশাহীর সংক্রামক ব্যাধি হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল। মনির গাজী ছিলেন নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আলম গাজীর ছেলে। তার মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু পরীক্ষায় জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। গতকাল সকাল ১০ টায় এক প্রেস ব্রিফিংয়ে করোনা চিকিৎসক দলের আহ্বায়ক ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ একথা জানান। মনির গাজীর পরিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, মনির গাজীর সপ্তাহখানেক আগে শরীরের জ্বর ও হাম দেখা দেয়। স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা করিয়েও তার কোনো উন্নতি হয়নি। পরে তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে।

গত বৃহস্পতিবার নাটোর সদর হাসপাতালে মুনির গাজীকে ডাক্তার দেখানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ভর্তির পরামর্শ দিলে গত শুক্রবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জ্বর সর্দি  থাকায় সংক্রামক ব্যাধি হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর