সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে রাস্তায় শিশুরা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

মরণঘাতি করোনা আতঙ্ক। তার ওপর কালবৈশাখীর ঝড়-বৃষ্টি। এগুলো উপক্ষো করে পথে পথে ঘুরছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সুবিধাবঞ্চিত শিশুরা। পেটের দায়ে, গায়ে পলিথিন জড়িয়ে ঝড়-বৃষ্টিতেও রাস্তায় নামছে তারা। দুবেলা দুমুঠো খাবারের আশায় করছে সকাল-সন্ধ্যা ছোটাছুটি। হাত পাতছে বাইরে আসা মানুষদের কাছে। উপজেলা সদরেই ২০-২৫ জন সুবিধাবঞ্চিত শিশুর আনাগোনা। রবিবার সকালে বৃষ্টির মধ্যে, বাসিয়া ব্রিজের ওপর গায়ে পলিথিন জড়িয়ে বসে ছিল অনেকেই। ভাসমান ফলের দোকানে কাজ করছিল কেউ কেউ। বাকিরা অপেক্ষায়, ব্রিজ পার হওয়া মানুষের জন্য। লোকজন ব্রিজে উঠলেই ৫-১০ টাকার জন্য পিছু পিছু ছুটছে তারা। সুবিধাবঞ্চিত শিশু নূর উদ্দিন (৭), শফিকুল (৯) ও মৌসুমি (১০) জানায়, ‘বাজারে ছুটা কাজ করি। সারা দিনে রোজগার হয় শখানেক টাকা। কাজ না পেলে হাত পাতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ওদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর