সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

স্বামীর মুক্তি চেয়ে আবেগঘন চিঠি

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ২০১৮ সালের ২৭ আগস্ট রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। বর্তমানে আছেন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে। মানবিক বিবেচনায় হযরত আলীকে কারামুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী নিলুফা খানম। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে তিনি লিখেছেন আবেগঘন চিঠি। গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রীর দফতরে এই চিঠি মেইলে পাঠানো হয় বলে জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, তার পাইলসের অপারেশনের কথা বলেছিলেন ডাক্তার। কারাগারে চলে যাওয়ায় অস্ত্রোপচার করা যায়নি। হযরত দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, চর্মরোগসহ বেশকিছু জটিল রোগে ভুগছেন। বর্তমানে তার রক্তে গ্লুকোজ ওঠানামা করছে। তার চোখে ছানি পড়েছে। দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ আছে করোনায় আক্রান্ত হলে তাদের মৃত্যুঝুঁকি বেশি। যানবাহন বন্ধ থাকায় জেলখানায় ওষুধ সরবরাহ করা যাচ্ছে না।

প্রতিদিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিঠিতে উল্লেখ করেন, একই মামলায় অন্যরা জামিন পেলেও হযরত আলী পাননি। নিলুফা লিখেন, আমার স্বামীর শেরপুরসহ কয়েক স্থানে উৎপাদন শিল্প রয়েছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে। শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।

সর্বশেষ খবর