মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দৌলতপুরে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। চিকিৎসা নিতে ডাক্তারের কাছে রোগী নয় বরং সেবা নিয়ে রোগীদের বড়িতে বাড়িতে যাচ্ছেন ডাক্তার। মিলছে বিনামূল্য ঔষধও। রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।

দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল।

তাছাড়া উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের যাওয়া-আসার ফলে তাদের মধ্যে করোনায় আক্রান্তের আশঙ্কা থাকে। তাই সবাইকে ঘরে থাকার উপদেশ দেওয়ার পাশাপাশি তাদের ঘরেই চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভ্রাম্যমাণ চিকিৎসাসেবায় ২২ জন চিকিৎসক নিয়োজিত রয়েছেন। ফোন পেলেই তারা ছুটে যাচ্ছেন  রোগীর বাড়িতে। রাত-দিন ২৪ ঘণ্টাই এ সেবা প্রদান করা হচ্ছে।

বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও দিচ্ছেন তারা। উপজেলার ১৪ ইউনিয়নেই এ সেবা প্রদান করা হচ্ছে। এমনকি পদ্মা পাড়ি দিয়ে চরাঞ্চলে গিয়েও সেবা  দেবেন তারা।

সর্বশেষ খবর