বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ব্যাংকে উপচেপড়া ভিড়, বাড়ছে ঝুঁকি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

ব্যাংকে উপচেপড়া ভিড়, বাড়ছে ঝুঁকি

কুমিল্লার লাকসামের প্রধান বাণিজ্যিক কেন্দ্র দৌলতগঞ্জ বাজারের ব্যাংকসমূহে গ্রাহকদের উপচেপড়া ভিড় বেড়েই চলেছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। প্রশাসন করোনা সংক্রমণ রোধে বাজারের সব কার্যক্রম বন্ধ করে বিকল্প ১৮টি বাজার চালু করলেও ব্যাংকগুলোতে অতিরিক্ত ভিড়ে করোনা ঝুঁকির আশঙ্কায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। সরেজমিনে সোমবার সকাল সাড়ে ১০টায় দৌলতগঞ্জ বাজারের আলহাজ চানমিয়া টাওয়ারে ব্যাংকে গিয়ে দেখা গেছে, দোতলায় অবস্থিত ব্যাংকটির সিঁড়ি বেয়ে নিচতলা হয়ে সড়ক পর্যন্ত গ্রাহকদের উপচেপড়া ভিড়। এ অবস্থা অন্যান্য ব্যাংকেরও লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, নিরাপদ দূরত্বে ব্যাংকসমূহে লেনদনের লক্ষ্যে পৌরসভার উদ্যোগে আনসার নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও অনেকে তা না মেনে ভিড় জমাচ্ছে।

সর্বশেষ খবর