বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কাস্তে তৈরির ধুম

নাটোর প্রতিনিধি

কাস্তে তৈরির ধুম

নাটোরের কামালশালা

কৃষিপ্রধান চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ার মাঠজুড়ে এখন দোল খাচ্ছে সোনালি রংয়ের ইরি-বোরো পাকা ধান। এরই মধ্যে আগাম জাতের কিছু মিনিকেট ধান কাটা শুরু হলেও পুরোদমে ধান কাটার মৌসুম শুরু হবে আগামী সপ্তাহ থেকে। তাই জমি থেকে নতুন ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছে কৃষক। ধান কাটার আগের এই সময়টায় ব্যস্ততা বেড়েছে কামারদের। কামারশালায় পড়েছে কাস্তে, কোদালসহ কৃষি উপকরণ তৈরির ধুম। দিন রাত ব্যস্ত সময় পার করছেন তারা। ধান কাটার এই উপকরণ হাতে পেতে কামারশালায় ভিড় করছে কৃষক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর