বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় গতকাল দুপুরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার চিথুলিয়া গ্রামের হাসমত আলী (৬০), গোবিন্দগঞ্জের তালুক রহিমপুর গ্রামের জাদু মিয়া (৩০) ও ফুলছড়ির পূর্ব আলগার চরের কৃষক আনছার আলী (৫৫)। কৃষক হাসমত আলী পাটখেতে কাজ করার সময়, জাদু মিয়া ধানের জমিতে কর্মরত অবস্থায় এবং আনছার আলী মাঠে গরু চরানোর সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা তিন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক স্থানে গতকাল বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার পশ্চিম কুতিকুড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে আবদুল হান্নান (৪২) ও কড়ইতলী গ্রামের তৈয়ব আলীর ছেলে আবুল কাশেম (৫০)। স্থানীয়রা জানান, আবদুল হান্নান বুধবার গরুর জন্য ঘাস কাটতে মাঠে বের হন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের পাশে অবস্থান নেন। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে আবুল কাশেম নিজ শসাখেতে কাজ করছিলেন। এ অবস্থায় বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর