বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চাঁপাইয়ে বেকার ৪ হাজার পরিবহন শ্রমিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে অবরুদ্ধ গোটা দেশ। সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে পরিবহন খাতও। এতে কর্মহীন হয়ে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের পরিবহন খাতের প্রায় চার হাজার শ্রমিক। এরা কেউ বাস, ট্রাক, ক্যাভার্ড ভ্যান, থ্রি-হুইলার, ইজিবাইক চালক। বেশ কিছুদিন থেকে পরিবহন খাত বন্ধ থাকায় বেকার  হওয়া শ্রমিকেরা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এসব শ্রমিকদের সহযোগিতায় কোনো সমন্বিত উদ্যোগ নিতে তৎপরতা নেই চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের। এর ফলে গতকাল শ্রমিক ভবনে এসে নেতাদের কাছে আবেদন নিবেদনসহ বিক্ষোভও করেছেন শ্রমিকরা। সকালে শ্রমিক ইউনিয়নের সামনে এসে তারা আর্থিক সহায়তা বা খাদ্যসামগ্রী নেওয়ার জন্য বিক্ষোভ করলে জেলা ট্রাক, ট্যাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান তাদের কথা শুনে সান্ত¦না দেন এবং তাদের আবেদনপত্র গ্রহণ করে নির্বাহী কমিটি বসে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করেন।

সর্বশেষ খবর