বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সামাজিক দূরত্ব অমান্য, টিসিবির পণ্য কিনতে ভিড়

কুড়িগ্রাম প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে জেলা সদরসহ উপজেলাগুলোয় টিসিবির স্বল্পমূল্যের পণ্য কিনতে আসা সাধারণ মানুষ সামাজিক দূরত্ব মানছে না। দূরত্ব নিশ্চিতে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রতিদিন টহল জোরদার রেখেছে। ফলে করোনা ঝুঁকিতে রয়েছে এ জেলার অধিকাংশ মানুষ। সপ্তাহের এক দিন পরপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সদরের তিনটি পয়েন্টে দেওয়া হচ্ছে নিত্যপণ্য। এসব পণ্য বাজারের চেয়ে স্বল্পমূল্যের হওয়ায় প্রতিদিন ভিড় উপেক্ষা করে পণ্য কিনতে আসছে মানুষ। ডিলার জিয়া হক বলেন, ‘আমরা ৩ ফুট দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছি। কিন্তু কেউ তা শুনছেন না। এ পণ্য সরবরাহ করা এখন কঠিন হয়ে পড়েছে।’ তিনি পুলিশের সহায়তা নিয়ে পরবর্তীতে টিসিবির পণ্য বিক্রি করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর