শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কালবৈশাখীতে লন্ডভন্ড গ্রাম

গাছ পড়ে একজন নিহত, আহত ৪

কুমিল্লা ও মৌলভীবাজার প্রতিনিধি

কালবৈশাখীতে লন্ডভন্ড গ্রাম

মৌলভীবাজারে কালবৈশাখীতে উড়ে গেছে ঘরের চালা -বাংলাদেশ প্রতিদিন

কালবৈশাখী ঝড়ে কুমিল্লা ও মৌলভীবাজারে লন্ডভন্ড হয়েছে কয়েকটি গ্রাম। ঝড়ের সময় গাছ পড়ে মৌলভীবাজারে একজন নিহত হয়েছেন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর এবং বুড়িচংয়ের ডুবইচর, চাঁনগাছা ও কালাকচুয়া গ্রামে উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, টিনশেড ঘরের চাল, কাঁচা এবং আধাপাকা ঘরবাড়ি। নষ্ট হয়েছে মাঠে থাকা ধানসহ কৃষকের বিভিন্ন ফসল। বুধবার বিকালের এ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় চার গ্রামের অর্ধশতাধিক পরিবার। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন কালিরবাজারের সৈয়দপুর গ্রামের বাসিন্দারা। কালিরবাজার ইউপি চেয়ারম্যান সেকান্দর আলী জানান, তার ইউনিয়নের অনেক মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি, গাছ-পালা ও ফসল নষ্ট হয়ে গেছে। পাশ্ববর্তী উপজেলা বুড়িচংয়ের কয়েকটি গ্রামেও ঝড় তান্ডব চালিয়েছে। সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। চান্দিনা উপজেলার কয়েকটি ইউনিয়ন কালবৈশাখীর পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।  বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে ঘরের ওপর গাছ পড়ে চারজন আহত হয়েছেন। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মনির মিয়া (৪৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে আকস্মিক এ ঝড়ে কমলগঞ্জ পৌরসভার মকবুল আলী উচ্চবিদ্যালয়সহ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে কয়েকশ গাছ। বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে পাঁচ শতাধিক গাছ ভেঙে পড়েছে।

সর্বশেষ খবর