শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জেলায় জেলায় ধান কাটার ধুম

প্রতিদিন ডেস্ক

জেলায় জেলায় ধান কাটার ধুম

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধানকাটা। তবে চলমান করোনা পরিস্থিতিতে ধানকাটা নিয়ে যখন শঙ্কায় ছিলেন কৃষকরা, তখন তাদের পাশে দাঁড়িয়েছে কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন। গতকালের ধানকাটা নিয়ে প্রতিনিধিদের খবর- কৃষকের পাকা ধান ঘরে তুলতে পাশে দাঁড়িয়েছে খুলনা নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। নগরীর দৌলতপুর দেয়ানা বিলে তারা ধানকাটা কার্যক্রম শুরু করেন। বগুড়ার দুটি উপজেলায় স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিলেন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। চাঁদপুরের কচুয়ায় ‘হ্যালো ছাত্রলীগ’ গতকাল কৃষকের ধান কেটে মাড়াই শুরু করেছে। শেরপুরের পুলিশ সুপার জেলা ছাত্রলীগের সমন্বয়ে গঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম নিয়ে কৃষকের পাকা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন। জেলার নকলা উপজেলার বারোমাইসা গ্রামে অনুরূপ ধানকাটা কর্মসূচি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। গাজীপুরে স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন মহানগর শ্রমিক লীগের নেতা-কর্মীরা।  কুমিল্লার লাকসামে দরিদ্র কৃষকদের জন্য ‘হটলাইন’ চালু করেছে ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’।

সর্বশেষ খবর