শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ড্রামে লুকিয়ে বাড়ি ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ড্রামে লুকিয়ে বাড়ি ফিরছে মানুষ

বগুড়ায় মাছের ড্রামে লুকিয়ে যাত্রী নিয়ে আসা পিকআপটি গতকাল আটক করা হয় -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাস সংক্রমণ রোধে বগুড়া জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাইরের কোনো লোক যেন ঢুকতে না পারে সেজন্য জেলার প্রবেশমুখ মহাসড়কের শেরপুর উপজেলার সীমাবাড়ী বাজারে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এই চেকপোস্টে পুলিশের কড়াকড়ি আরোপের কারণে অন্য জেলার লোকজন সহসায় ঢুকতে পারছেন না। তবে এরপরও বসে নেই তারা। মাছবাহী পিকআপে মাছের ড্রামে করে লুকিয়েও আসছেন তারা। এছাড়া জরুরি সেবা, গণমাধ্যম, খাদ্যপণ্য ইত্যাদি লেখা ভুয়া স্টিকার লাগানো যানবাহনেও যাত্রী পরিবহন চলছে। গতকাল সকালের দিকে পুলিশের চেকপোষ্টে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মাছের ড্রামে লুকিয়ে যাত্রী নিয়ে আসা পিকআপ আটকের পর এমন তথ্যই ওঠে আসে। 

সর্বশেষ খবর