শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাঁথিয়ার ৩ হাজার শ্রমিক ধান কাটবে বিভিন্ন অঞ্চলে

পাবনা প্রতিনিধি

প্রাণঘাতী করোনা সংকটের মধ্যেও পাবনার সাঁথিয়া থেকে প্রায় তিন হাজার কৃষি শ্রমিক ধান কাটতে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তাদের কাছে করোনা ভীতির চেয়ে আর্থিক চাহিদা মেটানোই বেশি জরুরি। সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী জানান, ইতোমধ্যে দুই হাজার ৮৫৩ জন শ্রমিক রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ ও নাটোর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনা রওনা হয়েছে। কৃষি শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষি শ্রমিকদের নাম ঠিকানা, মোবাইল নম্বর অফিসে সংরক্ষণ করা হচ্ছে। প্রত্যেক শ্রমিককে নাগরিক সনদ, স্বাস্থ্য সনদ, শ্রমিক সনদ প্রদান করা হয়েছে। শ্রমিক যাচ্ছে দিনাজপুর থেকেও : হাওর অঞ্চলে ধান কাটতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে শ্রমিক পাঠিয়েছে পুলিশ। বুধবার বিকালে ঘোড়াঘাট পুলিশের উদ্যোগে ট্রাকে করে শ্রমিক পাঠানো কার্যক্রম উদ্বোধন করেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম। প্রথম দিনে ৩৩ জনের দল পাঠানো হয়েছে। গতকাল গেছে ২৩ জন। আজ ৫১ জন শ্রমিক পাঠানোর কথা রয়েছে।

পাঠানোর সময় সব শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করে গাড়িতে উঠানো হয়।

সর্বশেষ খবর