শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নাটোরে চিকিৎসকদের নেই এন-৯৫ মাস্ক

নাটোর প্রতিনিধি

নাটোরে করোনা শনাক্তে দিন দিন নমুনা সংগ্রহের সংখ্যা বাড়ছে। কিন্তু চিকিৎসকদের জন্য করোনা সুরক্ষায় নেই এন-৯৫ মাস্ক। এদিকে গতকাল পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। যে কোনো সময় করোনা রোগী শনাক্ত হলেও চিকিৎসা দেওয়া কঠিন হবে বলে মনে করছেন জেলার সংশ্লিষ্ট চিকিৎসকরা। জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার নাটোর থেকে আরও ২৪টি নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৯৯টি নমুনা পাঠানো হলেও ফলাফল পাওয়া গেছে মাত্র ১১৮টির।  ফলাফল পাওয়া যায়নি ৮১টির। এসব কারণে সাধারণ মানুষের মনে কিছুটা শঙ্কা তৈরি হচ্ছে। এদিকে গত ২২ এপ্রিল নাটোর করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে। এ সময় ভিডিও কনফারেন্সে যোগ দেন নাটোরের করোনা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়ক পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সরকারিভাবে ১৪০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া একটি ভেন্টিলেটরসহ ২০টি বেড বেসরকারিভাবে প্রস্তুত রয়েছে। এ ছাড়া জেলায় ১০ জন চিকিৎসক, ১৫ জন নার্স এবং ৫ জন আয়াকে প্রস্তুত রাখা হয়েছে। তবে পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) থাকলেও চিকিৎসকদের জন্য নেই এন-৯৫ মাস্ক।  যা করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য খুবই প্রয়োজন। সিভিল সার্জন বলেন, নাটোরে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাইনি। এ সভায় জেলা প্রশাসক বলেন, ডেলিগেটেড চিকিৎসকদের জন্য একটি আবাসিক হোটেল বা সরকারি কোয়ার্টার ভবন প্রস্তুত রাখতে বলা হয়েছে। আমরা চেষ্টা করছি সরকারি কোনো রেস্ট হাউস রিক্যুইজিশন করা যায় কিনা। 

সর্বশেষ খবর